শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে চার্জে আনার নিয়ম চালু করুন, অনিয়ম বহুলাংশে কমে যাবে

মতামত:

লেখক :মাহফুজুর রহমান

কোথাও কোন বাস এক্সিডেন্ট করে মানুষ মারলে সাথে সাথেই বাসের মালিককে জামিন অযোগ্য গ্রেপ্তার করুন , ড্রাইভারকে ধরে লাভ নাই, কারন মেক্সিমাম ড্রাইভারেরা গরীব , নেশা খোর ।

বাসের মালিককে ধরতে হবে এই জন্যে যে, ড্রাইভিং লাইসেন্স থাকুক আর না থাকুক ( ৯৫% লাইসেন্স নাই) যারে তারে দিয়া তারা গাড়ির ড্রাইভিং করায়।

২. ব্যাংকের কোন শাখায় অর্থ লোপাট হইলে সেই ব্যাংকের ম্যানেজার কে গ্রেপ্তার করুন, ব্যাংকের চেয়ারম্যান কে জামিন অযোগ্য গ্রেপ্তার করুন ।

৩। সব সময় উর্ধতন কর্মকর্তাদের চার্জে আনুন, চুনাপুঁটি দের গ্রেপ্তার করে লাভ নাই।

৪. কোন সংসদীয় এলাকায় দুর্নীতি হলে সেই এলাকার এম পি কে চার্জ করুন , দেখবেন অনিয়ম বহুলাংশে কমে গেছে।

৫। কোন স্কুলে অনিয়ম দেখা গেলে প্রধান শিক্ষক কে গ্রেপ্তার করুন, দেখবেন ঐ স্কুলে অনিয়ম বহুলাংশে কমে গেছে।

৬. কোন থানায় অনিয়ম হলে ওসি কে ধরুন , সব ঠিক হবে।

৭. কোন ক্রিমিনাল অফেন্সের পর্দার আড়ালের ব্যক্তিকে খুজে বের করে শাস্তির ব্যবস্থা করুন, দেখবেন ক্রিমিনাল অফেন্স বহুলাংশে কমে গেছে।

৮। কোন অফিসে দুর্নীতি অনিয়ম হলে সেই অফিসের প্রধান নির্বাহীকে ধরুন , চুনোপুঁটি দের না ধরে। কারন, নির্বাহীর অগোচরে অনিয়ম হতেই পারেনা।

৯. রাস্তায় ছেলে পেলেরা বেয়াদবি করলে তাদের পিতামাতাদের চার্জে আনুন, দেখবেন সেই সব বহুলাংশে কমে গেছে।

১০। কোন হাসপাতালে অনিয়ম ? সেই হাসপাতালের পরিচালক কে ধরুন, দেখবেন, অনিয়ম বহুলাংশে কমে গেছে।

সব সময় কোন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কে চার্জে আনার নিয়ম চালু করুন, দেখবেন অনিয়ম বহুলাংশে কমে গেছে।

লেখক :মাহফুজুর রহমান।

Comments are closed.

More News Of This Category