মঞ্জুর আলম বেপারী (শাহরাস্তি)চাঁদপুর
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০নং টামটা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুরসই বৈরাগী বাড়ির পুকুর থেকে শাহরাস্তি থানা পুলিশ অজ্ঞাতনামা অর্ধগলিত একটি ভাসমান লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় পুকুরে লাশ ভেসে উঠার খবর মানুষের মুখে শুনে ঘটনাস্থলে আসি।এসে দেখি মানুষজন ভীড় করছে।এটা উঠতি বয়সি কোনো তরুনের লাশ হতে পারে।লাশের শরীরে পঁচন ধরায় স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না তরুন নাকি যুবক।
ভাসমান অজ্ঞাতনামা লাশ
ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া সার্কেল এএসপি শেখ রাসেল ও শাহরাস্তি থানা পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।