নিজস্ব প্রতিবেদক,চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় দক্ষিণ পাড়ার খোকন পাটওয়ারীর ছেলে স্বজিন আহমেদ স্বপন (৩৮) কে বাঁচাতে এগিয়ে আসুন, দেশ বিদেশের সকল হৃদয়বান ভাই বোনদের প্রতি একজন মানুষের জীবন বাঁচাতে আকুতি করছি।যার যার সাধ্যমত বাড়িয়ে দিন সাহায্যের হাত।
স্বজিন আহমেদ স্বপন হাজীগঞ্জ বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী,গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় একটি হসপিটালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। উল্লেখ্য স্বপনের সাথে থাকা অন্যজন মৃত্যুবরন করেছে, বুঝতেই পারছেন স্বপন কতোটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
উল্লেখ্য স্বজিন আহমেদ স্বপন বিবাহিত, তার স্ত্রী, সন্তান, মা -বাবা, ভাই বোন রয়েছে এবং স্বপনই পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি,আপনার একটু সহযোগিতায় গোটা একটা পরিবারের মুখে হাসি ফোঁটবে, মা-বাবা ফিরে পাবে পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তানকে, স্ত্রী হারাবেনা তার স্বামীকে, স্বপনের সন্তানদের এতিমের খাতায় নাম লিখাতে হবেনা, দয়া করে যার যার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, জীবন বাঁচাতে সাহায্য করুন একজন মানুষকে, বাঁচিয়ে রাখুন একটি পরিবারের একমাত্র ভরসা কে।
রোগীর নামঃ মোঃ_স্বজিন_আহম্মেদ_স্বপন
পিতার নামঃ মোঃ খোকন পাটোয়ারী
ভাইঃ মোঃহাসানুজ্জামান রুবেল ( রোগীর ভাই)
গ্রামঃ টোরাগড় (দঃ) পাড়া, পো+ থানাঃ হাজীগনজ, জেলাঃ চাঁদপুর।
হাসপাতালের নামঃ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতাল লিঃ
ঠিকানাঃ বাড়ী-১২, রোড-৭,ধানমন্ডি,ঢাকা।
সহযোগিতার জন্য সরাসরি রোগীর আপন ভাইয়ের সাথে কথা বলে সহায়তা করতে পারেন।
যোগাযোগঃ মোঃ হাসানুজ্জামান রুবেল
বিকাশঃ ০১৯১৮ ৬২১৫১৬ (পার্সোনাল)