হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে পথচারী সহ নিন্ম আয়ের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সাবান বিতরন করেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।বিগত সময়েও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজীগঞ্জ শহর ছাত্রলীগের এ নেতা।
সোমবার (২২ মার্চ) হাজীগঞ্জ বাজারে ছাত্রলীগ নেতার এমন শুভ কাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
রিক্সাচালককে মাস্ক পরিয়ে দিচ্ছেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বির সাথে আলাপকালে তিনি বলেন, আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্ছটুকু চেষ্টা করছি মানুষে পাশে থাকার জন্য।করোনা মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।
আমরা চাই এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়ুক,ছড়িয়ে পড়ুক সকল মতাদর্শে,সকলের কাছে।আজ আমরা, হ্যাণ্ড স্যানিটাইজার মাস্ক,সাবান বিতরন করেছি বাজারে।আমরা সচেতনতা মূলক লিফলেট বিতরন করবো।সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করায়।আমাদের সাথে থাকায়।সকলে সচেতন হোন।করোনা ভাইরাসে গুজবে নয় সত্যে কান দিন, আতঙ্ক নয় সচেতন হন।