চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ও চাঁদপুর রিজার্ভ পুলিশের সহযোগিতায় হাজিগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামস্থ হাফেজ সাহেবের বাড়ির মোঃ কবির হোসেন প্রকাশ বাঁশ কবির ও মোঃ সাখাওয়াত হোসেন সায়েম এর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ১১লক্ষ ৩০ হাজার টাকা।
আটককৃত কবির হোসেন,প্রকাশ বাঁশ কবির(২৭) ২নং ওয়ার্ডের মেন্দু মিয়া ,মাতা-হাজেরা বেগম এর ছেলে ও মোঃ সাখাওয়াত হোসেন,সায়েম(১৯) একই ওয়ার্ডের -মোঃ মানিক,মাতা- স্বপ্না বেগম এর ছেলে। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক দিদারুল আলম।
এ বিষয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ক্রাইম রিপোর্ট কে বলেন, অভিযান অব্যাহত থাকবে।