সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে লবণ ঢাকতে গিয়ে বজ্রপাতে নিহত ২

ছবি -সংগৃহীত

ক্রাইম রিপোর্ট ডেস্ক 


কক্সবাজারের পেকুয়া উপজেলার দুই ইউনিয়নে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

পেকুয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে দিদার হোসেন (২৫) ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরাফাতুর রহমান (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও সাইফুল জানান, পেকুয়ায় ভোরে থেমে থেমে বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এসময় মাঠে থাকা লবণ পলিথিনে ঢেকে রাখতে যান দিদারসহ তার পরিবারের ২-৩ জন। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান দিদার।

একই সময়ে রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে মাঠের লবণ বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মারা যায় আরাফাতুর রহমান।

তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে বলেও জানান পেকুয়ার ইউএনও।

Comments are closed.

More News Of This Category