রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে রেললাইনের পাশে ৩ লাশ

ডেস্ক রিপোর্ট []গাজীপুরের ধীরাশ্রমে রেল লাইনের পাশ থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। গতরাতে ও আজ সকালে লাশগুলো উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা তাদের সর্বস্ব কেড়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে তাদের। এমন ধারণার সঙ্গে কিছুটা একমত হলেও রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য বলছেন, ব্যাপক তদন্ত ছাড়া এ বিয়য়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

রেলওয়ে ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপেস ট্রেন গত রাত সাড়ে ১০টার দিকে ধীরাশ্রম রেল স্টেশন পার হওয়ার পরপর স্টেশনের আউটার সিগনালের ভেতর থেকে প্যান্ট শার্ট পরা আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়। সকালে লাশ উদ্ধার স্থলের পাশের সিগনাল পয়েন্টের মটরবক্স ভাঙ্গা দেখেই অনেকে নিশ্চিত হয়েছেন যে, ট্রেনের ওপর থেকে ওই ব্যক্তিকে ফেলে দেয়ায় বক্সের ওপর পড়ে বক্সটি ভেঙে গেছে।

সকালে রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের বাইরে থেকে লুঙ্গি ও ফুলহাতার শার্ট পড়া আনুমানিক ৪৫ বছর বয়সী  আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা  রেলওয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

এছাড়া রাতেই আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনার চাটমোহর থানার ইদুরপুর গ্রামের জিন্নাকে হাসপাতালের জরুরী বিভাগে ফেলে রেখে যায়।

Comments are closed.

More News Of This Category