মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানোর

এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৭৮ টাকা। শনিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই দাম কার্যকর হবে রোববার থেকে ।

প্রসঙ্গত, নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকার পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি্র দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৬ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ১৩২ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category