বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ছিনতাইকারীকে আটক করলো পুলিশ সার্জেন্ট মাহমুদুল ইসলাম

 

বিশেষ প্রতিবেদক,ঢাকা


রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম ।

আটককৃত দুই কিশোরের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৪৫মিনিটে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় হতে তাদের আটক করা হয়।

ট্রাফিক-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার মোহাম্মদপুর ট্রাফিক জোনের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে  দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম। দায়িত্ব পালনকালে দুপুর ১টা ৪৫ মিনিটে আল্লাহ করিম মসজিদের উত্তর পাশে বাঁশ বাড়ি রাস্তার মাথায় প্রধান সড়কে একটি সাদা রঙের AXIO প্রাইভেটকার সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য ছুরি হাতে সেই গাড়ির জানালা খুলতে জোর করে।চালক গাড়ির গ্লাস খুলতে অস্বীকৃতি জানালে তারা ছুরি দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং চালকের শার্টের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

বিষয়টি দায়িত্বরত সার্জেন্ট মাহমুদুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় দুজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে আটক করেন।

আটককৃত ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য দুইজনকে ডিএমপির মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments are closed.

More News Of This Category