রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে গুলিবিদ্ধ মাদক কারবারির মৃত্যু

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


রাজধানীর পূর্ব বাড্ডার ভূইয়া বাড়ি মোড় এলাকায় প্রতিপক্ষ কারবারিদের গুলিতে আহত শীর্ষ মাদক কারবারি আনোয়ার হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয় তার।

নিহত আনোয়ারকে ইয়াবার ব্যবসার দ্বন্দ্বের জেরে গত ৮ জুন প্রতিপক্ষের মাদক কারবারিরা গুলি করে দাবি করেছেন এক স্বজন। আর পুলিশ জানিয়েছে মাদকের ১০টিসহ ১১টি মামলা রয়েছে তার নামে।

নিহতের ভাগ্নে সিনবাদ বলেন, ‘আমার মামা ইয়াবা ব্যবসা করতেন। এই ব্যবসা নিয়ে অন্য গ্রুপের সাথে তার বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত ৮ মে রাত সোয়া ১১টার দিকে ভূইয়া বাড়ির মোড় এলাকায় মামাকে ৫ রাউন্ড গুলি করে। এতে ৪ রাউন্ড গুলি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এই ঘটনায় অংশ নেয় মাদক কারবারি নুরা, তুহিন, রাসেল, হেলাল, নয়ন, শুটার সালাউদ্দিন, কাইল্লা ইউসুফ, দেলোয়ার, শাওন, রতন ও ফর্মা সুমন। খবর পেয়ে মামাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১২ জুন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় আমার মামা মারা যায়। এই ঘটনায় বাড্ডা থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এই গুলির ঘটনাটি জানতাম না। আজ আমরা বিষয়টি জানতে পারি। এরপর আমরা ঢাকা মেডিকেলে আসি। পরে আমরা জানতে পারি মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অন্য গ্রুপ তাকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে আজ মারা যায় সে। তার বিরুদ্ধে একটি মারামারি ও ১০টি মাদকের মামলা রয়েছে। গুলিতে নিহতের ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

Comments are closed.

More News Of This Category