রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মধুপুর বাজারের পাশে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

টুটুল মধুপুর ইটভাটা ক্যানেলপাড়া এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা তোরাপ উদ্দিনের ছেলে। টুটুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরে নিজ বাড়ির ছাদে একটি মুরগির খামার গড়ে তোলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে টুটুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুটুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

টুটুলের পরিবারের দাবি, তাঁর (টুটুল) কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় গোষ্ঠীগত কিছু পুরোনো বিরোধ নিয়ে তিনি মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করতেন।সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েকরাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।হত্যার কারণ জানতে তদন্ত চলছে।

এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি শেখ মেহেদী।

Comments are closed.

More News Of This Category