রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সেনা সদস্যকে মারধরের ঘটনায় আটক ৫

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


গোপালগঞ্জে সেনা সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনী পাঁচজনকে আটক করেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মারধরের শিকার সেনা সদস্য সাজ্জাদ হোসেন। তিনি সেনাবাহিনীর ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থেকে পিকআপ ভ্যানে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সেনা সদস্য সাজ্জাদ হোসেন। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা সেনা সদস্য সাজেদুর রহমানকে মারধর করেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৫ শ্রমিককে আটক করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Comments are closed.

More News Of This Category