ক্রাইম রিপোর্ট ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে ছয় দিন পর হযরত আল দেওয়ান (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ছেলে মামুন।
গতকাল বৃহস্পতিবার বুধবার রাত ১টার দিকে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকার দেওয়ান বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ শেষ করে ছয় দিন আগে মামুন জামিনে বের হন। এরপর তিনি আবারও মাদক সেবন ও বেচা-কেনা শুরু করেন। এর আগে এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা ছেলের মধ্যেই কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। বুধবার রাতে তার বাবা হযরত আলী দেওয়ান এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘরের পাশে টিউবওয়েলের কাছে যান। এসময় পেছন থেকে ধারালো দা দিয়ে হযরত আলী দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজান উদ্দিন বলেন, নিহতের ছেলে মামুন মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি মাদক করবারও করতেন। গত ৪ জুন মাদক মামলায় জামিনে বের হন মামুন। গতকাল রাতে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনি তাঁর বাবাকে হত্যা করেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।