রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ১২

 

প্রতিনিধি,চাঁদপুর


চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযানে সাত কিশোর গ্যাংসহ ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর আর্মি ক্যাম্প।

এতে জানানো হয়, বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় হামিদিয়া জুট মিল এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য রবিউল আহম্মেদ (২১), মাঈনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩), শফিকুল ইসলামকে (২২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি স্থানীয়ভাবে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, পৃথক অভিযানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। তারা হলেন হিরণ (৩৫), রাশেদ (২৫) ও  শফিউল আলম (৩৫)। এছাড়া টোরাগড়  এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শামীম হোসেন (২২) ও ৫০ পিস ইয়াবাসহ পলি বেগম (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা হবে। তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

Comments are closed.

More News Of This Category