চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ি থেকে খেলতে বের হয়ে এই দুই শিশু নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে পুকুরে জাল ফেলার পর জালে উঠে আসে তাদের মরদেহ।
বৃহস্পতিবার (২৭জুন) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পানিতে ডুবে প্রাণ হারানো শিশুরা ওই বাড়ির শাহ পরানের ছেলে ওমর ফারুক (৬) ও একই বাড়ির জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই ছিল।