চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে আপন মায়ের গলা কেটে পালিয়ে গেছে ছেলে। বিয়েতে রাজি না থাকায় মা রানু বেগমকে (৬০) গলা কেটে হত্যা করেছে ছেলে রাসেল খান (২৭)।
শুক্রবার বিকেলে ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ের জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল। কিন্তু রাসেল বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেনি। এর আগেও রাসেল তাঁর বাবা আতর খানকেও পিটিয়ে জখম করেন। তাঁর বিয়ে করার দাবি পূরণ না করায় আজ শুক্রবার আপন মায়ের গলা কেটে পালিয়ে যায় রাসেল।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি বলেন, ঘটনা তদন্তে কাজ চলছে।