বিশেষ প্রতিনিধি,চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়
শাহাদাত হোসেন সাজ্জাদের (২০)নামে এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ পড়ে থাকতে দেখে ব্যাংক কতৃপক্ষ।পরে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা ইউনিয়নের গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে।
নিহত সাজ্জাদের মা শিরিন বেগম জানান,মাত্র দুই মাস হয়েছে তাঁর ছেলে ব্যাংকে চাকরি করছে। এক মাসের বেতন পেয়েছে সাজ্জাদ।প্রতিদিন বিকালে ব্যাংকে আসে আর সকালে বাসায় যায়।কোনো শত্রু নেই তাদের। পূত্র হত্যার বিচার চান সাদ্দাদের মা।
সাজ্জাদের ফুফু রহিমা বেগম বলেন,আমি রান্না-বান্নার কাজ করি। রান্না–বান্নার একপর্যায়ে সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকি।পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পাই।
কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল জানান,এই হত্যাকাণ্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন না।
অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল)মোঃ খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।