সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর পূর্ব বাড্ডা থেকে ৬৫টি হাতবোমা উদ্ধার

ক্রাইম রিপোর্ট ডেস্ক


রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসা থেকে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় বোমা তৈরির অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানায় বাহিনীটি।

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি সংঘবদ্ধ দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করতো। সজীব নামের এক যুবক দলটির নেতৃত্ব দিতো। বুধবার (২২ মে) রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর পরিকল্পনা করছিলো চক্রটি। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি হচ্ছিলো বলে ধারণা তাদের। এ সময় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদে আরও একাধিকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, চক্রটি প্রথমে রাজধানীর ডেমরা ও সাভারে বোমা তৈরির জন্য বাসা খোঁজে। পরে বাড্ডার এই বাসায় কারখানা গড়ে তোলে। চক্রটির সাথে বাড়ির মালিক জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র‍্যাব।

Comments are closed.

More News Of This Category