মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী


রাজবাড়ীতে ১৬ বোতল  ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত সোয়া ৯ টার সময় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বাড়ীর সামনে থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।টুটুল মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে এবং সাবেক ইউপি সদস্য।
রাজবাড়ী পুলিশ সুপার  জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা ওসি মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান ক্রাইম রিপোর্টকে বলেন, বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুড়া গ্রামের  মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ষোল বোতল  ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয় টিটুলকে। সে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা রুজু করা  রয়েছে।
ধৃত আসামী মোঃ টিটুল মোল্লা ওরফে  টুটুল মোল্লার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Comments are closed.

More News Of This Category