শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহ না করেই নিয়েছেন ‘সম্মাননা’

বিশেষ প্রতিনিধি 


চাঁদপুরের শাহরাস্তিতে  উপজেলা বোরো সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ হুমায়ন রশিদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোরো সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা করা হয়।সরকারি নীতিমালা অনুযায়ী ৭ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান-চাল সংগ্রহ ও ক্রয় করা হবে। প্রতি কেজি বোরো ধান ত্রিশ টাকা এবং প্রতি কেজি চাল চুয়াল্লিশ টাকা দরে সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলায় এ মৌসুমে ৫২১ মেট্রিক টন ধান এবং ৮৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ-ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা খাদ্য কর্মকর্তা ও বোরো ধান সংগ্রহ কমিটির সদস্য-সচিব মানিক জ্ঞান চাকমা জানান,প্রকৃত কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ ক্রয় করা হবে। এজন্য অ্যাপস এর মাধ্যমে প্রকৃত কৃষকদেরকে রেজিষ্ট্রেশন করতে হবে। ধান এবং চাল বিক্রেতাকে উপজেলার গোডাউনে ধান চাল নিজ খরচে পৌঁছে দিতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত বছর নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহ করতে না পারলেও “নির্ধারিত সময়ে ধান চাল সরবরাহে অবদান রাখায়” উপজেলা বোরো সংগ্রহ কমিটি মিল মালিক প্রতিনিধি খোকনের হাতে সম্মাননা তুলে দেন।

Comments are closed.

More News Of This Category