রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের পর আলুর বাজারে আগুন!

ডেস্ক রিপোর্ট


পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে ফের আনা হচ্ছে শত শত টন পেঁয়াজ। দু’দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে বুধবার আট ব্যবসায়ী তিন ট্রলারভর্তি ৯ হাজার বস্তা পেঁয়াজ এনেছেন। তবে এখনও স্থির হয়নি পেঁয়াজের বাজার। রাজধানীতে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে।

এদিকে পেঁয়াজের পর এবার বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে আট টাকা পর্যন্ত।

আলুর দাম বাড়ার পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, পটল, ঢেঁড়শ, ঝিঙা, করলাসহ প্রায় সব সবজি। তবে সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮-২০ টাকা। অর্থাৎ বাজার ভেদে সপ্তাহের ব্যবধানে গোল আলুর দাম কেজিতে বেড়েছে ৭-৮ টাকা।

আলুর দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী জহির বলেন, আলুর স্টক (মজুদ) শেষ হয়ে আসছে। ফলে কমছে সরবরাহ। এ কারণে আলুর দাম কিছুটা বেড়েছে। তবে শিগগিই বাজারে নতুন আলু আসবে। আর তখন আবারও দাম কমবে।

Comments are closed.

More News Of This Category