রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু সচেতনতায় পুলিশের র‍্যালি

আনোয়ার হোসেন মানিক


চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু সচেতনতায় র‌্যালী করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রবিবার (৪ আগস্ট) বিকালে হাজীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। র‌্যালীটি থানা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে র‌্যালীতে থানার অন্যান্য কর্মকর্তাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

‘জমা পানি যেখানে, ডেঙ্গু-বাহন মশার জন্ম সেখানে’ এই শ্লোগানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালির আয়োজন করে হাজীগঞ্জ পুলিশ প্রশাসন ।  এছাড়াও বাড়ির আশে-পাশে পানি জমতে দিবো না। সরকারি হাসপাতালে ডেঙ্গ জ্বরের রোগ নির্ণয় ও চিকিৎসা বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে স্বল্প খরচে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে উল্লেখ করে সর্ব সাধারণের জ্ঞাতার্থে প্রচার অভিযান সম্পন্ন হয়।

Comments are closed.

More News Of This Category