রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ডেস্ক রিপোর্ট []সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধে শালিস বৈঠক চলাকালে ভাতিজার লাঠির আঘাতে চাচা ফজলু চৌকিদার (৪৫) খুন হয়েছেন। খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেরার সীমান্ত ও সুন্দরবন ঘেঁষা কৈখালী ইউনিয়নে পশ্চিম পরানপুর গ্রামের মৃত আতি চৌকিদারের ছেলে।

নিহতের ভগ্নিপতি রাশিদুল জানান, ছোট ভাই আশরাফুল ও বড় ভাই মজিদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ হয়। বিষয়টি মিমাংসার জন্য গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে স্থানীয় ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডলের মধ্যস্থতায় শালিস বৈঠক বসে।

বৈঠক চলাকালীন সময় মজিদের পুত্র জোবায়ের ক্ষিপ্ত হয়ে মেজচাচা ফজলুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ফজলু গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পরিবারের সসদস্যরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খূমেক) পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে ফজলুর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন ঘটনা শুনেছি, তবে এখনো পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।

Comments are closed.

More News Of This Category