শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি,ক্রাইম রিপোর্ট [] উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সকাল সাড়ে ৯ টায় তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর সদর ইউনিয়নের ৪১নং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

চাঁদপুরে জেলার ৭ টি  উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ আরম্ভ হয়।

কোন কোন কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি থাকলেও কোন কোন কেন্দ্র ছিল একেবারেই ভোটার শূন্য। প্রত্যেকটি কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জেলার ৭টি উপজেলায় মোট ৬২ প্রার্থী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন। মতলব উত্তরে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছেনা।
এ ছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

চাঁদপুরের ৭ উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩শ’ ৩৪ জন। মোট কেন্দ্র ৬শ’ ৪৯টি, বুথ সংখ্যা ৪৪২৭টি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category