ইশরাত জাহান কনক
নবনিযুক্ত ৮ জন জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেসউর রহমান।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি জানান, আটজনের নিয়োগ বাতিলের পাশাপাশি আরও চারজনের জেলা বদল করা হয়েছে। বাতিল হওয়া আটজন আগের কর্মস্থলে যোগ দেবেন।
যেসব জেলার ডিসি নিয়োগ বাতিল হয়েছে—লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, শরীয়তপুর ও রাজবাড়ী। এছাড়া টাঙ্গাইলে নিয়োগ দেওয়া ডিসিকে বদল করে পঞ্চগড়ে, নীলফামারী থেকে টাঙ্গাইলে, নাটোর থেকে লক্ষ্মীপুরে ও পঞ্চগড় থেকে নাটোরে বদলি করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া আট জেলায় তিনদিনের মধ্য নতুন করে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব।
সিনিয়র সচিব বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনাকাঙ্খিত ঘটনা। এই ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এম এ আকমল হোসেন আজাদকে প্রধান করে এক সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে।
এর আগে গত সোম ও মঙ্গলবার দুদিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল হয়।