সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ সবুজ সংঘে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা

চাঁদপুর প্রতিনিধি


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর পরই হাজীগঞ্জ বাজারের মরহুম মিধাত উদ্দিন মিয়া সড়কের পাশে অবস্থিত (স্টেশন রোডস্থ) ৫৯ বছরের পুরনো অরাজনৈতিক সামাজিক কল্যাণমূলক এই প্রতিষ্ঠানটিতে হামলা-ভাংচুর লুটপাট করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটিতে থাকা অত্রাঞ্চলের কল্যাণমূলক কাজের অনেক নথিপত্র স্থীরচিত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায় দুর্বত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ সবুজ সংঘের সভাপতি মোঃ খায়রুল কবির আবাদ ক্রাইম রিপোর্টকে জানান,দুর্বৃত্তরা এই অরাজনৈতিক জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট করেছে বলে সংগঠন সংশ্লিরা জানিয়েছেন। আমরা ৫৯ বছর পর্যন্ত এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে অত্রাঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছি।গরীব অসহায় শিক্ষার্থীদের বই বৃত্তি আর্থিক সহযোগিতা করে আসছি।মানবতার দেয়াল করে দিয়েছি।গত কিছুদিন আগেও পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেছি।করোনাকালীন সময়ে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।এতো কিছু করার পরও দুর্বৃত্তরা এই প্রতিষ্ঠানটিতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে যা অপ্রত্যাশিত ছিল।সবুজ সংঘের সকল সদস্য ইহাতে মন ক্ষুন্ন ও কষ্ট পেয়েছেন এহেন হীন কাজে। ভবিষ্যতে সামাজিক কল্যাণ মূলক কাজে এরকম সংগঠন পাওয়া যাবে কিনা সন্দেহ।

 

Comments are closed.

More News Of This Category