শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট

ক্রাইম রিপোর্ট ডেস্ক 


তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ খুলে দিয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

বৃহস্পতিবার  (২৯ মে) রাত ৮টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি বাড়তে শুরু করে রাত সাড়ে ১১টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫১ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে পানি বাড়তে থাকে অবশ্য সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করবে। তবে এক মিটারের মতো পানি বৃদ্ধি হতে পারে।

এদিকে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের ১০-১৫টি চর ও জলঢাকা উপজেলার ৪-৫ টি চরে পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Comments are closed.

More News Of This Category