সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান হোসেন রাজন। পত্রিকার সম্পাদক নাজমুন নাহার তাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এই দায়িত্ব প্রদান করেন। তিনি চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকায় প্রথমে সহ -সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর যুগ্ম সম্পাদক হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং ইংরেজী দৈনিক টাইমস অব বাংলাদেশ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একই সাথে তিনি সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রধান সম্পাদক। এর আগেও তিনি স্থানীয় ও একাধিক জাতীয় পত্রিকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এমরান হোসেন রাজন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছেন। দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সহকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পত্রিকার পাঠক, সুধী ও জেলার সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করেছেন।

Comments are closed.

More News Of This Category