শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কাছে হেরে উইকেটের দোষ দিলেন টাইগার অধিনায়ক

যুক্তরাষ্ট্রের বিমান ধরাই আগেই বাংলাদেশ দলের বোলিং সামর্থ্যের প্রশংসা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। ব্যাটসম্যানরা ১৬০-১৭০ রান করবেন আর বোলাররা সে পুঁজি দিয়ে ম্যাচ জেতাবেন—বাংলাদেশ দলের টি-টোয়েন্টি জয়ের ফর্মুলা এমন। তবে এ ফর্মুলার প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না।

জিম্বাবুয়ে সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন। তাওহিদ হৃদয়ের অর্ধশতকে বাংলাদেশ টেনেটুনে ১৫৩ রান করলেও সে রান ৫ উইকেট ও ৩ বল হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।

এমন হারের পর দলের ব্যাটিংয়ের দিকেই অধিনায়কের আঙুল তোলার কথা। নাজমুলও সেটিই করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’

এমন ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের দায়ও দেখছেন নাজমুল, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’

হারের আরেকটা কারণ হিসেবে পেসারদের ডেথ ওভারের বোলিংয়ের কথাও উল্লেখ করেছেন নাজমুল, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category