রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাথুসের আউট নিয়ে যে ব্যাখ্যা দিলেন আম্পায়ার

ক্রাইম রিপোর্ট ডেস্ক


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সোমবার (৬ নভেম্বর) ক্রিকেটের ইতিহাসে আউট হয়ে রেকর্ডবুকে জায়গা করেছেন শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।

এইদিকে এ ঘটনার পরপরই বিষয়টির পক্ষে-বিপক্ষে তর্ক শুরু করে দিয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। এ বিষয় নিয়ে কথা বলেছেন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করা আদ্রিয়ান হোল্ডস্টক। তিনি আউটের ব্যাখ্যা দিয়ে বলেন,‘এমন টুর্নামেন্টে এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’

আদ্রিয়ান হোল্ডস্টক আরও বলেন,‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। ম্যাথিউসের এই ঘটনায় হেলমেটের স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’

হোল্ডস্টক এরপর বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’

Comments are closed.

More News Of This Category