সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রথম ট্রেনের হুইসেলে উচ্ছ্বসিত মানুষ

ক্রাইম রিপোর্ট ডেস্ক


দেশের সর্ববৃহৎ কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এই প্রথম ট্রেন পৌঁছেছে। এর আগে ট্রায়াল ট্রেনটি আসার খবরে পর্যটকসহ শত শত মানুষ আইকনিক স্টেশনে ভিড় করে। অবশেষে মানুষের সেই মাহেন্দ্রক্ষণের অবসান ঘটে।রোববার (৫ নভেম্বর) সন্ধ‍্যায় আসা ট্রেনে বাংলাদেশ রেলওয়ের টেকনিক্যাল কর্মকর্তাসহ অনেকেই ছিলেন।

দীর্ঘ ১০ ঘণ্টা অপেক্ষার পর নিজেদের প্ল্যাটফর্মে ট্রেন দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় দর্শনার্থীরা।

এর আগে সকাল ৯টায় ৮টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়ে। কক্সবাজারে আসা ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ও রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা।

কক্সবাজারে অবস্থান করে ৬ নভেম্বর রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন এবং ৭ নভেম্বর সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।

রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম জানান, এটি আমাদের রুটিন কাজ। এটিকে ট্রায়াল রান বলা যাবে না। আমাদের সঙ্গে রেল পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। তারা রেলপথ পরিদর্শন এবং ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা, প্ল্যাটফর্ম উঁচু সঠিক কি না কালভার্ট, লেভেল ক্রসিং গেট দেখেন। ফিরে গিয়ে পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা সার্টিফাই করবেন। এরপর ট্রেন চলবে।

Comments are closed.

More News Of This Category