বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ হাসপাতালের ছাড়পত্র পাবেন কাদের

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক []সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল তিনটায় (সম্ভাব্য সময়) আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। এ তথ্যের সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন সেতু মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র তথ্য কর্মকর্তা আবু না‌সের।

তিনি জানান, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাকে কেবিনে নেয়া হয়েছে। সবার সঙ্গেই তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

তবে তিনি এখনই দেশে ফিরবেন না। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সিঙ্গাপুরে রাখা হবে বলেও জানান তিনি।

গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলে। ভারত এবং সিঙ্গাপুর থেকেও আসে বিশেষজ্ঞ চিকিৎসক।

পরে মেডিকেল বোর্ড গঠন করে আলাপ আলোচনা করে ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ৪ মার্চ এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি হয়।

Comments are closed.

More News Of This Category