বিশেষ প্রতিবেদক,চাঁদপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৬ জন প্রার্থী।
রোববার চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডা. এ কে এস এম শহিদুল ইসলাম ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. মাসউদুল আহসান, চাঁদপুর-২ আসনে জাকের পার্টির ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ আসনে সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জাকের পার্টির নুরুল ইসলাম, চাঁদপুর-৫ আসনে জাকের পার্টির মো. মুকবুল আহমেদ। মনোনয়নপত্র প্রত্যাহারকারী ৬ জনের মধ্যে ৪জন’ই জাকের পার্টির প্রার্থী ছিলেন।
চাঁদপুরের ৫টি আসনে এবার ৪৩জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে যাচাই বাছাইতে ১১জনের মনোয়নপত্র বাতিল হয়ে প্রার্থী দাঁড়ায় ৩২জন। বাতিল প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফেরত পান আরো ৩জন। এতে প্রার্থী বেড়ে হয় ৩৫জন। ৬জন প্রত্যাহার করায় এখন চূড়ান্ত প্রার্থী ২৯জন।আগামীকাল চূড়ান্ত প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে।