বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে  বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি 


রাজবাড়ীর বালিয়াকান্দিতে মারপিট, বোমা বিস্ফোরণ, চুরি, জীবন নাশের হুমকি, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে পরিবহন শ্রমিক ও স্ট্যাম্প ভেন্ডার মোঃ ইকরাম মোল্যা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশ ইলিশকোল চরপাড়া গ্রামের লুৎফরের ছেলে বাবু (৩৫) কে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার বলেন, মারপিট, বোমা বিস্ফোরণ, চুরি, জীবন নাশের হুমকি, মোবাইল ছিনতাই, নগদ টাকা চুরির অভিযোগে ১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে হাজির করা হয়েছে।

 

Comments are closed.

More News Of This Category