শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সুলতান মনসুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

বিশেষ প্রতিবেদক


বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসু’র ভিপি সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যা বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। প্রচারিত সংবাদটিতে নির্বাচনী যে কর্মীর কথা বলা হচ্ছে সেই মুহিন আহমদ তার ফেইসবুক লাইভে এসে তা পরিস্কার করলেন। মুহিন আহমদ কুলাউড়ার পূর্বপাতাবি গ্রামের রজাক মিয়া ঠিকাদারের ছেলে। তিনি লাইভে পরিস্কার বলেছেন, সেই লাইভে জানায় যে সুলতার মনসুর মহোদয় এলাকার অনেক উন্নয়ন করেছেন এবং তার বাড়িতে সরকারী ভাবে একটি টিউবয়েল স্থাপন করেছেন। ফোন আলাপটি সম্পন্ন ভূয়া ও ষড়যন্ত্রের অংশ।

তবে স্থানীয়রা বলছেন, সুলতান মনসুরের অপরাধ হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবেলায় কুলাউড়ায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডসমূহে ত্রাণ বিতরণ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এর ফলে কুলাউড়ায় সারা দেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খলভাবে সরকারী ত্রাণ বিতরণ হচ্ছে। যা তথাকথিত রাজনীতিক নামধারী টাউট, বাটপার, দূর্নীতিবাজ, চুর- চুট্টাদের ক্ষিপ্ত করেছে। তাই জননেতা সুলতান মনসুরের জনপ্রিয় উদ্যোগকে বিতর্কিত করতে তার নামে সামাজিক মিডিয়ায় অশ্রাভ্য, মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ টেলিফোনালাপের ভিডিও পোষ্ট করা হয়েছে। যা অতি নিন্দনীয়। প্রশ্ন, দূর্নীতিবাজদের বাধা দান কি অপরাধ? সরকারী ত্রাণের সুষ্ঠু বিতরণের উদ্যোগ গ্রহন কি অপরাধ ? তবে কি আমরা ঐ দূর্নীতিবাজ লুটেরাদের দাসত্ব গ্রহন করবো? সকলকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন। জননেতা সুলতান মনসুর এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা সুলতান মনসুরের জন্য গর্বিত।

Comments are closed.

More News Of This Category