শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট


বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যই তারা মাঠে থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামার পর অন্যান্য দিনের মতো আজ বুধবারও সারাদেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে।



আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে সেনাবাহিনী দেশের সকল স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোর ভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Comments are closed.

More News Of This Category