শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্ক কভিড-১৯ তহবিলে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট 


নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ভারতের উদ্যোগে নেয়া সার্ক কভিড-১৯ তহবিলে অংশ নেবে বাংলাদেশ। ঐচ্ছিক এ তহবিলে ১৫ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরই মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো একমত হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সার্ক দেশগুলোর শীর্ষ নেতারা ভিডিও কনফারেন্সে অংশ নেন। ওই বৈঠকে প্রথম দিনেই সার্ক তহবিলে এক কোটি ডলার দেয়ার ঘোষণা দেন মোদি।

এদিকে কভিড-১৯ সার্ক তহবিলে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে নেপাল ও ভুটান। নেপাল ১০ কোটি নেপালি রুপি আর ভুটান এক লাখ ডলার দেবে বলে জানিয়েছে। গত শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এ ঘোষণা দেন।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোর জন্য জরুরি তহবিল গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। একইসঙ্গে এ তহবিলে প্রাথমিকভাবে এক লাখ ডলার অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) বিকালে সার্কভুক্ত দেশগুলোর নেতা এবং তাদের প্রতিনিধিরা এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে এবং পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাফর মির্জা।

সূত্র:বনিক বার্তা

Comments are closed.

More News Of This Category