বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

“স্তালিন সোসাইটি বাংলাদেশ”এর আহবায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক


আমরা বেশ কয়েক বছর ধরে উদ্যোগ নিয়েছিলাম বাংলাদেশে ‘স্তালিন সোসাইটি’ গড়ে তোলার। সে লক্ষ্যে বিভিন্ন প্রগতিশীল মহলে যোগোযাগ করেছি। এর মধ্যে প্রগতিশীল কর্মীমহলে মোটামুটি সাড়া পেয়ে আমরা আন্তর্জাতিক পরিসরে স্তালিন সোসাইটিগুলোর সঙ্গে যোগাযোগ করি। ইত্যবসরে Stalin Society India আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধুপ্রতিম সংগঠন হিসাবে অনুমোদন দেয়। পাশাপাশি International Stalin Society এবং Stalin Society Pakistan এর সমর্থনও জানিয়ে দেয়। সে আলোকে গত ১৯ জুলাই ২০১৯ মনজুরুল হক-কে আহবায়ক করে “স্তালিন সোসাইটি বাংলাদেশ” এর ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৈঠকটি সঞ্চালনা করেন আহমেদ তালাত তাহজীব।
সভায় সর্বসম্মতিক্রমে সদস্য হয়েছেন- বেলাল চৌধুরী, হাসান ফকরী, মাহাবুব হাসান, অনুপ সাদী, দোলন প্রভা, ইফতেখার আহমেদ বাবু, আহমেদ তালাত তাহজীব, ফকির ইউসুফ, হাসান মাসুদ, আতাউর রহমান, আতিক চৌধুরী, ফয়সাল আহমেদ বাপ্পা, মনির ইউসুফ, শেখ মেহদী, জাকি সুমন, হাসান সিদ্দিকী।
এই কমিটি যত দ্রুত সম্ভব বিভিন্ন প্রগতিশীল মহলে, কমিউনিস্ট পার্টি স্তরে যোগাযোগ করে দুই থেকে তিন মাসের মধ্যে বড় পরিসরে সম্মেলন/সমাবেশ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। যাদের অন্যতম কাজ হবে- স্তালিন-বিরোধী কুৎসার সমুচিত জবাব দেওয়া, কমরেড স্তালিনের রাজনৈতিক, তাত্ত্বিক, দ্বান্দ্বিক তত্ত্ব ও দিকনির্দেশনাগুলো তুলে ধরা। সেই সাথে সারা বিশ্বের সর্বহারা শ্রেণির মহান নেতা জোসেফ স্তালিনের কর্মজীবন-ব্যক্তিজীবনের সব কিছু তুলে ধরা, যাতে করে আমাদের দেশের বিপ্লবাকাঙ্খী জনসাধারণ স্তালিনের ‘ম্যাজিক ছোঁয়ায়’ উজ্জীবীত হতে পারেন। যাদের মূল কাজ সর্বহারা শ্রেণির রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতিকে মূল লক্ষ্যে রেখে নিরলস কাজ করে যাওয়া।
দুনিয়ায় শ্রেণীহীন সমাজ গঠনের সংগ্রাম যতদিন ধরে চলবে, নিপীড়িত হৃদয়ের প্রতি স্পন্দনে অনুপ্রেরণার স্ফূলিঙ্গ হয়ে রইবেন কমরেড স্তালিন।

Comments are closed.

More News Of This Category