বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নিহত ৫ বাংলাদেশীর ৩ জন চাঁদপুরের 

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক []মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ ১০জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৪ জন। রোববার রাতের এ দুর্ঘটনায় নিহত ছয় বাংলাদেশির মধ্যে পাঁচজনের নাম জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম মালয় দৈনিক বেরিতা হারিয়ান। এছাড়াও আহত বাংলাদেশিদের নামও প্রকাশ করা হয় খবরে।

নিহত হয়েছে যারা তারা হলেনঃ-
মো. রাজীব মুন্সি(২৬), পিতাঃ- ইউনুস মুন্সি – কুমিল্লা, মো. সোহেল (২৪), পিতাঃ- আনোয়ার -চাঁদপুর,মুহিন (৩৭)পিতাঃ- তাজুল ইসলাম, চাঁদপুর,আল আমিন (২৫)- পিতাঃ-আমির হোসেন- চাঁদপুর,গোলাম মোস্তফা (২২)- পিতাঃ- নুর মোহাম্মদ, – নোয়াখালী। তাদের মরদেহ সেরডাং হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহত চাঁদপুরের

৩ জনের মধ্যে দুজন জেলার হাজিগঞ্জ থানার দেবীপুর ৪নং ওয়ার্ডের মো আনোয়ারের ছেলে সোহেল (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরভাগল ৩নং ওয়ার্ডের মো: আমির হোসেনের ছেলে আলামিন (২৫)।

আহত বাংলাদেশিরা হলেন – নাজমুল হক (২১), মো. রজিবুল ইসলাম (৪৩), ইমরান হুসাইন (২১), জাহিদ হাসান (২১), শামিম আলি (৩২), মোহাম্মদ ইউনুস (২৭), মো. রাকিব (২৪)।

তাদের মধ্যে প্রথম তিনজনকে সেরডাং হাসপাতালে এবং পরের চারজনকে পুত্রাজায়া হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ইমরান হুসাইন, জাহিদ হাসান ও মো. রাকিব সামান্য আহত হওয়ায় তাদের চিকিৎসা দিয়ে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে ।

কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেলার পুলিশ প্রধান জুলকিফি আদমশাহ জানান, রাত ১১টার দিকের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে আট শ্রমিক এবং বাসচালক নিহত হন। পরে সেরডাং এবং পুত্রাজায়া হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন।

জুলকিফি বলেন, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। তারা মাসকার্গোয় চুক্তিভিত্তিক কাজ করতো। আহতদের সেরডাং, পুত্রাজায়া, বানটিং এবং কাজাংয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

 

Comments are closed.

More News Of This Category