শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবকের পায়ে ড্রিল,প্রধান আসামি গ্রেফতার

ক্রাইম রিপোর্ট ডেস্ক []চট্টগ্রামের চান্দগাঁও থানার হাদু মাঝির দোকান এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোল চিহ্নিত মামলার প্রধান আসামি

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (৬ এপ্রিল )রাত সাড়ে ৮ টার দিকে মামলার প্রধান আসামি  মো. জালাল (৩০) কে শমশেরপাড়া থেকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি  পাঁচলাইশ থানাধীন পশ্চিম শসসেরপাড়ার মো. ইসমাইলের ছেলে।

তিনি ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ১ নম্বর আসামি।

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাগে ৮ জনকে এজাহারনামীয় আসামি ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন আমজাদ হোসেনের বাবা মো. আজিম।

আসামিরা হলেন- জালাল, রাশেদ, নিশান, দিদার, মিল্লাত, হাসিব, বাপ্পী ও সুজন প্রকাশ কালা সুজন। তারা চান্দগাঁও এলাকার যুবলীগ নেতা এসরারুল হক এসরালের অনুসারী বলে দাবি করেছে আমজাদের পরিবার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে চান্দগাঁও থানার হাদু মাঝির দোকান এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেনের পায়ে ড্রিল দিয়ে ছিদ্র করে দেয় আসামিরা ।এ সময় আমজাদের বাবা মো. আজিম ও তার পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে তারা।

আমজাদ হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আবুল বশর বলেন,অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

More News Of This Category