রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় রাস্তার পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ক্রাইম রিপোর্ট ডেস্ক


নওগাঁয় রাস্তার পাশ থেকে রিংকু (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নের নারায়ণপুর পশ্চিমপাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

More News Of This Category