মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

 

কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাহিদ ও অভিযুক্ত মাসুম ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মাসুম।

স্বজনরা জানান, ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাসুম বিভিন্ন কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকাপয়সা চাইতেন বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। আর সেই বিরোধের জেরে সোমবার বড় ভাই জাহিদের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়া হয়।  এক পর্যায়ে মাসুমের আঘাতে নিহত হন জাহিদ।

স্থানীয়রা বলছেন, সিএনজি অটোরিকশাচালক জাহিদকে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।

নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় জায়গা-জমি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়া হতো। সোমবার তিনি অফিসে থাকাকালীন স্থানীয়রা তাকে ফোন করে জানান মাসুম তার বাবাকে মেরে ফেলেছেন।

 কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, জাহিদ ও মাছুম  দুই ভাই-ই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। দুই ভাই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটে জামিনে এসেছেন।

তিনি বলেন, ঘটনাটি যেহেতু রেললাইনে হয়েছে সেহেতু জিআরপি পুলিশও এ বিষয়ে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Comments are closed.

More News Of This Category