ক্রাইম রিপোর্ট (ডেস্ক রিপোর্ট)
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তাদের কাছ থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়।