মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৭ ঘন্টা পর নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

 

ক্রাইম রিপোর্ট (ডেস্ক রিপোর্ট)


চট্টগ্রামে শহরে নালায় পড়ে নিখোঁজ হওয়া ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়ছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় শিশুটি।

শিশুটি কিভাবে ড্রেনের কাছে গেল সেটি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম।স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গেছে।

২০২১ সালের ২৫ আগস্ট প্রবল বর্ষণে পানিবন্দি নগরীর মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

Comments are closed.

More News Of This Category