মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭,আহত ৪

 

ক্রাইম রিপোর্ট (ডেস্ক রিপোর্ট)


ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে
ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন, সবুজ মিয়া, আল আমিন,আল আমিন মিয়া, আরিয়ান, রাজু আহমেদ, আওয়াল মুন্সী ও মাইক্রোবাসের চালক নাসির হোসেন। তাঁরা সাভার ইপিজেড এলাকার এসবি নিটিং নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন। আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চালককে আটক ও ট্রাক জব্দ করা করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক আবুল খায়ের।

Comments are closed.

More News Of This Category