যখন তখন বৃষ্টিতে পড়তে হচ্ছে। মাঝে মাঝে ছাতা না থাকায় কাকভেজা হয়ে গন্তব্যে পৌছাচ্ছেন। সঙ্গে থাকা স্মার্টফোন ঘড়িও ভিজে একেকারে। স্মার্টফোনে অনেকেই ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করছেন। তবে স্মার্টফোনে তো সে উপায় নেই। এখন বেশিরভাগ স্মার্টওয়াচ ওয়াটার রেসিস্ট্যান্ট থাকে। ফলে বৃষ্টিতে ভিজুন কিংবা সাঁতার কাটুন ঘড়ির কোনো সমস্যা হবে না।
সম্প্রতি ভারতীয় গ্যাজেট নির্মাতা সংস্থা ফায়ার বোল্ট নিয়ে এলো একটি স্মার্টওয়াচ। নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ঘড়িটির নাম ফায়ার বোল্ট এমারল্ড। স্মার্টওয়াচটিতে পানি প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, বৃষ্টিতে ভিজলেও তেমন কিছুই হবে না স্মার্টওয়াচটির।
ঘড়িটি কোম্পানির নতুন সিরিজ জুয়েলস অব টাইমের অধীনে চালু করা হয়েছে। এতে ডায়মন্ড কাট গ্লাস ডায়াল ব্যবহার করা হয়েছে। ঘড়িতে দেওয়া হয়েছে একটি ১.০৯-ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে ব্লুটুথ কলিং ফিচার তো থাকছেই। অন্যান্য স্মার্টওয়াচের মতো এতেও পাবেন অসংখ্য হেলথ ফিচার।