বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরপথে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

ক্রাইম রিপোর্ট ডেস্ক []বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে সাগরপথে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। আজ রাতের আধাঁরে গভীর সমুদ্র পাড়ি দিয়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তার আগেই সকালে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে, ৩ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। তারা উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করতেন।

দুপুরে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাগরপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় বিজিবি। পরে অভিযানে ২৭ জন  রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Comments are closed.

More News Of This Category