বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধলেশ্বরি থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক []সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি নিখোঁজ নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার মরদেহ বুধবার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকার ইয়ার আলী শেখের ছেলে। সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ ক্রাইম রিপোর্টকে জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টিএসআই সেলিম মিয়ার মরদেহ বন্দর থানা এলাকায় ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়।

৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শম্ভপুরা ইউনিয়নের চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ট্রলারযোগে ফিরছিলেন প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রীতাসহ ১৭ যাত্রী।

পথে সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি। এতে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রীতা নিখোঁজ হন।

ট্রলারডুবির দুদিন পর মঙ্গলবার বিকাল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল। এর আগে সোমবার সকালে নারী আনসার সদস্য রীতা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

নিহত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।তিনি উপজেলার মেঘনাঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক। তার বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার লাশ বন্দর এলাকায় ধরেশ্বরী নদীর তীর থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ তিনজনের লাশই উদ্ধার হলো।

এর আগে সোমবার সকালে চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রীতার লাশ ভেসে ওঠে। আর মঙ্গলবার বিকালে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের লাশ উদ্ধার হয়।

Comments are closed.

More News Of This Category