বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ক্রাইম রিপোর্ট ডেস্ক []পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রহিম উদ্দিন (৩৭) নামের একব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার নতুন বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের জামাল মাস্টারের বাড়ি এলাকার হাজী নুরুন্নবীর ছেলে। আহতরা হলেন- শুভ (১৭), বাদশাহ্ মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে আভ্যন্তরীণ রুট থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রহিম উদ্দিন মারা যান। অন্য দুইজন চমেকে চিকিৎসাধীন রয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, বাসটিকে আটক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হচ্ছে।

Comments are closed.

More News Of This Category