বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৯ আহত অর্ধশতাধিক

 

স্টাফ রিপোর্টার,ক্রাইম রিপোর্ট []

বনানীর অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত ও অর্ধশতাধিক

মানুষকে রাজধানীর  বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা নাগাদ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৫ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জন। এছাড়া ইউনাইটেড হাসপাতালে ১৩, এ্যাপোলো হাসপাতালে নয়, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচ ও বনানী ক্লিনিকে দুজন ভর্তি হন। তাদের কারো কারো অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা।

শরীরে জখম ও আঘাত নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রীলংকান নাগরিক সিরি ইন্দ্রিকা (৪৬), আবু হোসেন (৩৫), সাব্বির আলী মৃধা (২৫) ও রেজোয়ান আহমেদ (৩৭)। তাদের মধ্যে সিরি ইন্দ্রিকা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সন্ধ্যায় উদ্দীপন ভক্ত নামে একফায়ার সার্ভিসের কর্মীকে এ হাসপাতালে আনা হয়। এফ আর টাওয়ারে উদ্ধার অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে তৌকির ইসলাম রূপক (২১) ও আব্দুস সবুর (৪২) নামে আহত দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অনেকে দগ্ধ হয়েছেন। পাশাপাশি হাত-পাও ভেঙেছে অনেকের।

অগ্নিদগ্ধ ও আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মামুন (৩০), হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, মুরাদ (ময়মনসিংহ), মহিউদ্দিন (২৩), আরিফ (৩২), মো. রেজাওয়ান আহমেদ (৪০), ফাহিম ফয়সাল (৩০), হিমু (৩০), সুশান্ত (৪০), ফজলুল (২৫), আব্দুল মান্নান, রিফাত (৩৫), নাজমুল হক (৩৫), স্মৃতি (২০) ও মোতাহার হোসেন মফি (৪০)।

ইউনাইটেড হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিতে এলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভর্তি ছিলেন ১৩ জন। রাত ৯টার দিকে ইউনাইটেড হাসপাতালের চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার ক্রাইম রিপোর্টকে বলেন , এ ঘটনায় আহত ২৫ জনকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে তিনজন পথেই মারা গেছেন। নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর ১৩ জন এখন হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবাই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

এ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন নয়জন। এ হাসপাতালে আনার পথে শাহেদা আমিনা ইয়াসমিন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর বাইরে জসিম উদ্দিন ও রেজওয়ান ইসলাম নামে দুজন বনানী ক্লিনিকে ভর্তি আছেন। তারা আশঙ্কামুক্ত বলে সেখানকার কর্মকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category